সিঙ্গাপুরে দুই বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন। ১০ জনকে করোনা সন্দেহে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানান আইইডিসিয়ারের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তবে বাংলাদেশে এখনো কেউ করোনা আক্রান্ত হয়নি বলে জানান তিনি। এদিকে হজক্যাম্পে কোয়ারেন্টাইনে থাকা চীন-ফেরত ৩০১ জন সুস্থ আছেন এবং ১৬ ফেব্রুয়ারি তাদের ছাড়পত্র দেওয়া হবে বলে জানান তিনি। তবে, যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় রাজধানীতে তিনটি হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে।
মাহমুদ হাশিম, ঢাকা থেকে।