এনসিপি মহামারীর নেতিবাচক প্রভাব এড়ানোর চেষ্টা করছে চীন
  2020-02-13 17:19:25  cri
 

ফেব্রুয়ারি ১৩: গতকাল (বুধবার) চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও দেশের প্রেসিডেন্ট সি চিন পিং কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী কমিটির অধিবেশনে বলেন, বর্তমানে নভেল করোনাভাইরাস মহামারীর ইতিবাচক পরিবর্তন দেখা দিয়েছে। সংক্রমণ ঠেকানোর পাশাপাশি এর নেতিবাচক প্রভাব এড়ানোর চেষ্টা করতে হবে; যাতে চীনের অর্থনীতি ও সমাজের উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জিত হয় এবং চীনের অর্থনীতির স্থিতিশীল প্রবাহ ও সামাজিক সুষম অবস্থা নিশ্চিত করা যায়।

অধিবেশনে আর্থিক নীতির সমন্বয়কারী ভূমিকায় বরাদ্দ বাড়ানো হবে বলে উল্লেখ করা হয়। এতে বিভিন্ন অঞ্চলের মহামারী প্রতিরোধের চাহিদা নিশ্চিত করা যাবে, স্বল্পকালীন ও সুনির্দিষ্ট কর হ্রাসের ব্যবস্থা নিতে হবে; যাতে শিল্পপ্রতিষ্ঠানের ব্যবসার সমস্যা সমাধান করা যায়। স্থিতিশীল মুদ্রানীতি নমনীয় রেখে মহামারী প্রতিরোধক পণ্য উৎপাদনকারী শিল্পপ্রতিষ্ঠানগুলোকে সুবিধাজনক ঋণ দেওয়া হবে। যাতে চীনের বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানে সুশৃঙ্খলভাবে উৎপাদন পুনরুদ্ধার করা যায়।

(সুবর্ণা/তৌহিদ/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040