উহানে ৭টি অস্থায়ী হাসপাতাল চালু হয়েছে
  2020-02-13 17:18:49  cri

ফেব্রুয়ারি ১৩: গতকাল (বুধবার) চীনের উহান শহরে নভেল করোনাভাইরাস নিউমোনিয়া এনসিপি'র প্রতিরোধ পরিচালনা বিভাগের সূত্র জানায়, এনসিপি মহামারীর ঠেকাতে উহানে মোট ৭টি অস্থায়ী হাসপাতাল চালু হয়েছে। এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৪০টিরও বেশি; এতে আক্রান্তদের চিকিৎসা ও ভর্তি ব্যবস্থা কার্যকরভাবে উন্নত হয়েছে।

৭টি অস্থায়ী হাসপাতালে চিকিৎসক ও নার্সের সংখ্যা ৪৯৬৬জন। ৬ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত অস্থায়ী হাসপাতালে ভর্তি হয়েছে ৪৩১৩জন রোগী।

জানা গেছে, হুওশেনশান আর লেইশেনশান হাসপাতালসহ উহানের হাসপাতালগুলোতে মোট ১২ হাজার শয্যা রয়েছে, এতে গুরুতর আক্রান্তদের ভর্তি করা হবে।

তা ছাড়া, উহানের বিভিন্ন কমিউনিটিতে 'অবরুদ্ধ প্রশাসনিক ব্যবস্থা' চালু করা হয়; বিভিন্ন পরিবারে প্রত্যেক অধিবাসীর এনসিপি আক্রান্ত কিনা তা পরীক্ষা করা হয়। ১১ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত মোট ১ কোটি ৫ লাখ ৮১০০ মানুষকে পরীক্ষা করা হয়েছে।

বর্তমানে উহানের ৩৮টি চিকিৎসা প্রতিষ্ঠানে এমন পরীক্ষার কাজ চলছে। এতে দৈনিক ২০০জন থেকে ৮০০০জনের পরীক্ষা করা হচ্ছে। বর্তমানে কম সময়ের মধ্যে আক্রান্তদের খুঁজে বের করা সম্ভব।(সুবর্ণা/তৌহিদ/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040