এনসিপি'র প্রকোপ প্রতিরোধকাজ জোরদারের পাশাপাশি অর্থনৈতিক সমন্বয় ও সরবরাহ নিশ্চিত করার নির্দেশনা দিলেন লি খ্য ছিয়াং
  2020-02-13 17:18:11  cri

ফেব্রুয়ারি ১৩: চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং সম্প্রতি বেইজিংয়ে নভেল করোনাভাইরাস নিউমোনিয়া (এনসিপি) প্রতিরোধকাজ জোরদারের পাশাপাশি অর্থনৈতিক সমন্বয় নিশ্চিত করার দিক-নির্দেশনা দিয়েছেন। গত ১১ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় পরিষদের এক স্থায়ী কর্মসভায় এ দিক-নির্দেশনা দেন লি।

স্থায়ীসভায় সংশ্লিষ্ট বিভাগ গুরুত্বপূর্ণ চিকিত্সাসামগ্রী সরবরাহ ও উত্পাদন পুনরুদ্ধার সম্পর্কিত কার্যক্রম অবহিত করে। বিভিন্ন বিভাগ সিপিসি'র কেন্দ্রীয় কমিটির এনসিপি প্রতিরোধক পরিচালনাদল ও রাষ্ট্রীয় পরিষদের দিক-নির্দেশনায় প্রতিরোধকাজের পাশাপাশি নানা প্রতিষ্ঠানের উত্পাদন পুনরুদ্ধারের জন্য প্রচেষ্টা চালাচ্ছে। বর্তমানে গুরুত্বপূর্ণ চিকিত্সাসামগ্রী সরবরাহ দ্রুত বাড়ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্য, কয়লা, তেল ও বিদ্যুতসহ নানা জ্বালানি সরবরাহও নিশ্চিত হয়েছে।

কর্মসভায় দাবি করা হয়, ধাপে ধাপে শিল্পপ্রতিষ্ঠানের উত্পাদন পুনরুদ্ধার করতে হবে। গুরুত্বপূর্ণ চিকিত্সাসামগ্রী উত্পাদনকারী প্রতিষ্ঠানের উত্পাদন পুনরুদ্ধার দ্রুততর করা এবং কর্মচারীদের অফিসে ফিরে যেতে হবে। তা ছাড়া, বিভিন্ন বিভাগের উচিত প্রকোপ মোকাবিলায় প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করা, বিশেষ করে বেসরকারি ও ক্ষুদ্র প্রতিষ্ঠানের জটিলতা কাটিয়ে উঠতে সাহায্য করা।

(রুবি/তৌহিদ/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040