গণপ্রজাতন্ত্রী কঙ্গোর ইবোলা প্রকোপের ওপর গুরুত্বারোপ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  2020-02-13 17:17:32  cri

ফেব্রুয়ারি ১৩: গতকাল (বুধবার) গণপ্রজাতন্ত্রী কঙ্গোর ইবোলা প্রকোপবিষয়ক জরুরি কমিশনের এক সভা আয়োজন করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু। সভায় দেশটির ইবোলা মহামারীতে গণস্বাস্থ্য সম্পর্কিত আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সম্পর্কে এক প্রস্তাব পাস হয়। সভার পর এক প্রেস ব্রিফিংয়ে এ খবর জানান সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম।

হু'র মহাপরিচালক বলেন, গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে ইবোলার প্রকোপ বৃদ্ধির হুমকি দেখা দিয়েছে। বিশ্বব্যাপী ইবোলা ছড়ানোর আশঙ্কা কমেছে।

জানা গেছে, গত বছরের অগাস্ট মাসে প্রজাতন্ত্রী কঙ্গোর ইবোলা মহামারি প্রাদুর্ভাবের পর থেকে এ পর্যন্ত ২২০০জনের বেশি নিহত এবং ৩৪০০জনেরও বেশি আক্রান্ত হয়েছে।

(রুবি/তৌহিদ/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040