নভেল করোনাভাইরাস নিয়ে সতর্ক থাকা উচিত্: হু'র মহাপরিচালক
  2020-02-13 17:16:08  cri
ফেব্রুয়ারি ১৩: নভেল করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সংখ্যা কিছুটা কমলেও সতর্ক থাকা উচিত্। গতকাল (বুধবার) জেনিভায় 'নভেল করোনাভাইরাস-বিষয়ক বিশ্বব্যাপী গবেষণা ও সৃজনশীল ফোরামের' পর অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু'র মহাপরিচালক তেদ্রোস আধানোম একথা বলেছেন। বিশ্বের সমন্বয় ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

তিনি বলেন, ফোরামে তিনি আনন্দের সঙ্গে দেখেছেন যে, বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানীরা সক্রিয়ভাবে আলোচনা করেছেন। হু এখন একটি ক্লিনিকাল ট্রায়াল ও পরবর্তী ট্রিটমেন্ট-সংক্রান্ত একটি পরিকল্পনা প্রণয়ন করছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, স্বাস্থ্যকর্মীদের কাজে সমর্থন দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পাঠাচ্ছে।

(লিলি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040