ফেব্রুয়ারি ১৩: গতকাল (বুধবার) পাকিস্তানের বিশেষজ্ঞ ইয়াসির মাসউদ চায়না মিডিয়া গ্রুপের সাংবাদিককে বলেন, চীন সরকার মহামারীর প্রতিরোধে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। চীনা অর্থনীতি মহামারীর বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সম্পূর্ণ সক্ষম। এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে পুরো বিশ্বের উচিত চীনের সঙ্গে একযোগে কাজ করা।
ইয়াসির মাসউদ এক বছর আগে বেইজিংয়ে আন্তর্জাতিক ব্যবসা ও অর্থনীতি বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণে চীন সরকার যে কঠোর পদক্ষেপ নিয়েছে সে সম্পর্কে তিনি জানেন। তিনি বলেন, আমি লক্ষ্য করেছি যে, গোটা চীন ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে। আমি বিশ্বাস করি, চীনের গৃহীত কঠোর পদক্ষেপগুলি অন্যান্য দেশের জন্য মহামারীর প্রকোপ ঠেকানোর ক্ষেত্রে একটি উদাহরণ সৃষ্টি করেছে।
তিনি আরও বলেন, মহামারী নিয়ন্ত্রণের পর চীনের অর্থনীতি আরও শক্তিশালী হবে।
(জিনিয়া/তৌহিদ/শুয়েই)