বিশ্ব স্বাস্থ্য সংস্থা নভেল করোনাভাইরাসের আনুষ্ঠানিক নাম দিল সিওভিআইডি-১৯
  2020-02-12 14:15:17  cri

স্থানীয় সময় গতকাল (মঙ্গলবার) নভেল করানোভাইরাসসম্পর্কিত দু'দিনব্যাপী বৈশ্বিক গবেষণা ফোরাম জেনিভায় শুরু হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র মহাপরিচালক তেদ্রোস আদহানম এদিন এক সাংবাদিক সম্মেলনে নভেল করোনাভাইরাসের আনুষ্ঠানিক নাম ঘোষণা করেন। হু এই ভাইরাসের নাম দিয়েছে সিওভিআইডি-১৯ বা কোভিড-১৯।

সাংবাদিক সম্মেলনে তেদ্রোস বলেন, এ ভাইরাসের একটি নাম দেওয়া খুব গুরুত্বপূর্ণ। এর উদ্দেশ্য, ভুল বা খারাপ নাম এড়িয়ে চলা এবং অন্যান্য ভাইরাস থেকে একে সহজে আলাদা করা। তিনি বলেন(রে)

"বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্ব প্রাণী স্বাস্থ্য সংস্থা ও জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার মধ্যে সমঝোতা অনুযায়ী, আমরা যখন নামকরণ করি তখন কোনো জায়গা, প্রাণী, ব্যক্তি বা গ্রুপের নামের সঙ্গে সম্পর্কিত কোনো নাম ব্যবহার করি না। নামটি হতে হবে রোগসম্পর্কিত।'

তেদ্রোস আরও বলেন, নভেল করোনাভাইরাসসম্পর্কিত দু'দিনব্যাপী বৈশ্বিক গবেষণা ফোরাম জেনিভায় চলছে। আশা করা যায়, বিভিন্ন পক্ষ সংশ্লিষ্ট বিষয়ে একমত হতে পারবে। তিনি বলেন(রে)

'বিশ্বব্যাপী ৪০০ জনেরও বেশি বিজ্ঞানী জেনিভায় এসে বা ইন্টারনেটের মাধ্যমে এবার ফোরামে অংশ নিচ্ছেন। এ ফোরামের মাধ্যমে সকল প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যাবে, তা নয়; বরং আলোচনার মাধ্যমে একটি রোডম্যাপ তৈরি করা হবে। বিশ্বের ঐক্য জোরদার করাও হুর লক্ষ্য। একতা বহুপক্ষবাদের চেতনা, যা বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ।'

তেদ্রোস বলেন, যারা গবেষণায় বিনিয়োগ করেন তাদের জন্যও রোডম্যাপ গুরুত্বপূর্ণ। তারা রোডম্যাপের মাধ্যমে গণস্বাস্থ্যের অগ্রাধিকারগুলো সম্পর্কে জানতে পারবেন। পাশাপাশি টিকা ও ওষুধের গবেষণাও গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। তিনি বলেন(রে)

'প্রথম টিকা উদ্ভাবনের কাজ ১৮ মাসের মধ্যে শেষ করতে হবে। তাই এখন আমাদের সম্ভাব্য সকল পদ্ধতিতে এ ভাইরাসের বিরুদ্ধে লড়াই করা উচিত এবং দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া দরকার। আমরা মহামারী প্রতিরোধে সম্ভাব্য সবকিছু করার পরামর্শ দেই। হু বিশ্বব্যাপী গবেষণালয়গুলোকে সহায়তা দিচ্ছে এবং হাজার হাজার মেডিকেল স্টাফকে প্রশিক্ষণ দিয়ে থাকে। কীভাবে ভাইরাসের কবল থেকে বাঁচা যাবে, আমরা এ ব্যাপারে প্রয়োজনীয় দিক্‌-নির্দেশনা দিয়েছি।'

তেদ্রোস আরও বলেন, তিনি হু'র সংশ্লিষ্ট সদস্যদেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং বিভিন্ন দেশের জাতিসংঘ সমন্বয়কারীদের কাছে মহামারীর সর্বশেষ অবস্থা তুলে ধরছেন। পাশাপাশি, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরহিসের কাছে একটি সংক্ষিপ্ত প্রতিবেদন পেশ করা হয়েছে। মহাসচিব জরুরি পরিস্থিতি মোকাবিলায় জাতিসংঘের শক্তি ব্যবহার করার প্রতিশ্রুতি দিয়েছেন।

তেদ্রোস সাংবাদিক সম্মেলনে আন্তর্জাতিক সমাজের প্রতি প্রয়োজনীয় অর্থ-সাহায্যের আহ্বানও জানান। (শিশির/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040