ভাইরাস প্রতিরোধে নেওয়া চীনের ব্যবস্থার প্রশংসা করলেন হু'র সাবেক কর্মকর্তা
  2020-02-12 14:00:23  cri

ফেব্রুয়ারি ১২: নভেল করোনাভাইরাস নিউমোনিয়া (এনসিপি) প্রতিরোধে চীন যেসব ব্যবস্থা গ্রহণ করেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র সাবেক সহকারী মহাপরিচালক কেইজি ফুকুদা তার ভূয়সী প্রশংসা করেছেন।

গতকাল (মঙ্গলবার) হংকংয়ে চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-কে দেওয়া স্বাক্ষাত্কারে তিনি বলেন, এনসিপি প্রতিরোধে চীন সরকার অপূর্ব ব্যবস্থা গ্রহণ করেছে। ব্যবস্থাগুলো সত্যিই প্রশংসনীয়।

ভাইরাস প্রতিরোধে চীনের ব্যাপক বৈজ্ঞানিক গবেষণার মূল্যায়ন করে তিনি বলেন, চীন এ সংক্রান্ত অনেক বৈজ্ঞানিক তথ্য প্রকাশ করেছে, যাতে দেশটির গবেষণা-সামর্থ্য প্রতিলফিত হয়। ভাইরাস প্রতিরোধে চীন অন্য যেকোনো দেশের তুলনায় দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে। (রুবি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040