এনসিপি প্রতিরোধে কাজ করবে আন্তর্জাতিক বিশেষজ্ঞদল: হু
  2020-02-12 13:54:16  cri

ফেব্রুয়ারি ১২: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র প্রথম আন্তর্জাতিক বিশেষজ্ঞদলটি ইতোমধ্যেই চীনে পৌঁছেছে। দলের সদস্যরা চীনা বিজ্ঞানীদের সঙ্গে নভেল করোনাভাইরাস নিউমোনিয়া (এনসিপি) প্রতিরোধে কাজ করবেন। হু-র মহাপরিচালক তেদ্রোস আদহানম গতকাল (মঙ্গলবার) জেনিভায় এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।

তিনি জানান, বিশেষজ্ঞদলের নেতা হচ্ছেন কানাডার ডক্টর ব্রুস আইলওয়ার্ড। পরে আরও বিশেষজ্ঞ চীনে যাবেন বলেও জানান আদহানম।

সাংবাদিক সম্মেলনে হু-র জরুরি প্রকল্পবিষয়ক দায়িত্বশীল কর্মকর্তা মিশেল রায়ান বলেন, আন্তর্জাতিক বিশেষজ্ঞদলের প্রথম লক্ষ্য হচ্ছে শেখা। এনসিপি সম্পর্কে চীনা বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের কাজ থেকে সরাসরি জানবেন তারা। (রুবি/আলিম/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040