ফেব্রুয়ারি ১২: গতকাল (মঙ্গলবার) দুপুর পর্যন্ত চীনের উহান শহরের ১৪৯৯জন নভেল করোনাভাইরাস নিউমোনিয়া (এনসিপি)-তে আক্রান্ত গুরুতর রোগীর সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়। উহান এনসিপি প্রতিরোধক পরিচালনা সদরদফতর থেকে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যানুসারে, বর্তমানে উহানের বিভিন্ন হাসপাতালে ৯৫০০টিরও বেশি শয্যা রয়েছে। আর হুওশেনশান ও লেইশেনশান অস্থায়ী হাসপাতালদুটিতে মোট ২৬০০টি শয্যা রয়েছে।
এদিকে, তুলনামূলকভাবে অবস্থা ভালো—এমন রোগীদের জন্য তিনটি অস্থায়ী হাসপাতাল চালু হয়েছে উহানে। এসব হাসপাতালে শয্যাসংখ্যা ৪২৫০টি। উচ্চবিদ্যালয়সহ বিভিন্ন স্থানকে অস্থায়ী হাসপাতালে রূপান্তর করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এসব হাসপাতালের শয্যাসংখ্যা হবে ৫৪০০টি।
পরিসংখ্যান অনুসারে, উহানে সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ৫ ফেব্রুয়ারি ছিল ২০৭১জন। ৯ ফেব্রুয়ারি এ সংখ্যা ৯৬১ জনে নেমে আসে। সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ব্যাপকভাবে হ্রাস পাওয়ায় মহামারী ঠেকাতে নেওয়া কার্যক্রমকে সফল বলে ধরে নেওয়া হচ্ছে। (সুবর্ণা/আলিম/আকাশ)