ফেব্রুয়ারি ১১: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র একটি প্রতিনিধিদল গতকাল (সোমবার) রাতে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছায়। চীনের রাষ্ট্রীয় জনস্বাস্থ্য কমিটির মুখপাত্র মি ফেং এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
মুখপাত্র বলেন, এনসিপি মহামারী পরিস্থিতি ও প্রতিরোধক ব্যবস্থা নিয়ে চীনা কর্তৃপক্ষের সঙ্গে মত বিনিময় করবেন হু'র প্রতিনিধিরা। তারা মহামারী প্রতিরোধে প্রয়োজনীয় পরামর্শও দেবেন। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা এ প্রতিনিধিদলে আছেন।
এদিকে, চীনে হু'র কার্যালয়ের প্রতিনিধি জানিয়েছেন, হু'র নেতৃত্বে এনসিপি প্রতিরোধক বিশেষজ্ঞদল গঠন করা হয়েছে। দলের প্রধান ডক্টর ব্রুস এরওয়াল্ড। এই দলটিই বর্তমানে বেইজিং সফর করছেন। (সুবর্ণা/আলিম/আকাশ)






