ফেব্রুয়ারি ১১: নভেল করোনাভাইরাস নিউমোনিয়া (এনসিপি) প্রতিরোধে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের গুরুত্বপূর্ণ দিক্-নির্দেশনার আলোকে, গতকাল (সোমবার) চীনের কেন্দ্রীয় সরকারের নেতৃবৃন্দের একটি সভা অনুষ্ঠিত হয়। চীনা প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং এতে সভাপতিত্ব করেন।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, চীনের হুপেই প্রদেশ, বিশেষ করে উহান শহরসহ বিভিন্ন এলাকায় মহাকারী প্রতিরোধে কার্যক্রম জোরদার করা হবে এবং যত দ্রুত সম্ভব আক্রান্তদের চিকিত্সা-সেবা দেওয়া হবে।
সভায় আরও বলা হয়, চিকিত্সকদের পোষাক, মুখোশসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় চিকিত্সা-সামগ্রীর উত্পাদন ও সরবরাহ নিশ্চিত করতে হবে।
সভায় আরও বলা হয়, এ পর্যন্ত চীনের বিভিন্ন স্থান থেকে ২০ হাজারেরও বেশি চিকিত্সক ও নার্স হুপেই পৌঁছেছেন। চিকিত্সক ও নার্সদের স্বাস্থ্য সুরক্ষায় সুবিধাজনক নীতি চালু করতে হবে এবং তাদের কর্মপরিবেশ উন্নত করতে হবে।
পাশাপাশি, এনসিপি প্রতিরোধে টিকা ও ওষুধের গবেষণার ওপর গুরুত্ব দেন নেতৃবৃন্দ। (সুবর্ণা/আলিম)