'ইচ্ছাকৃতভাবে ভাইরাস ছড়ালে শাস্তিমূলক ব্যবস্থা'
  2020-02-11 14:31:01  cri

ফেব্রুয়ারি ১১: যদি কেউ ইচ্ছাকৃতভাবে নভেল করোনাভাইরাস নিউমোনিয়া (এনসিপি) ছড়ায় বা এ সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করে, তবে তার বিরুদ্ধে মামলা হবে। চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির আইনী কর্মকমিটির নির্বাহী কর্মকর্তা ইউয়ান চিয়ে গতকাল (সোমবার) গণমাধ্যমকে এ তথ্য জানান।

ইউয়ান চিয়ে বলেন, চীনের মহামারী-প্রতিরোধক আইন ও জরুরি ঘটনা মোকাবিলা আইন অনুযায়ী, চীনের ভূখণ্ডে যে-কোনো সংস্থা বা ব্যক্তি সংশ্লিষ্ট চিকিত্সা বিভাগের নিয়ম মেনে চলতে বাধ্য। তাদেরকে প্রয়োজনীয় তথ্য দিতে হবে এবং ভাইরাসে আক্রান্ত হলে বা রোগের উপসর্গ দেখা দিলে, সংশ্লিষ্ট বিভাগকে অবহিত করতে হবে।

ইউয়ান চিয়ে আরও বলেন, চীনা নাগরিকদের উচিত এ আইন অনুযায়ী নিজেদের দায়িত্ব পালন করা। এতে নিজেদের জীবন যেমন রক্ষা পাবে, তেমনি স্বজনদের জীবনও সুরক্ষিত থাকবে। (রুবি/আলিম/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040