কাবুলে অনুষ্ঠিত চীন-আফগানিস্তান কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬৫তম বার্ষিকী উদযাপন
  2020-02-11 14:19:09  cri

সম্প্রতি কাবুলে চীন-আফগানিস্তান কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬৫তম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে একটি ধারাবাহিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

আফগানিস্তানের বিদেশ বিষয়ক মন্ত্রণালয়ে চীন ও আফগানিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৬৫ তম বার্ষিকী উদযাপনের জন্য সংবর্ধনা ও ছবি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। চীন ও আফগান সরকারের প্রতিনিধিরা, থিংক ট্যাঙ্ক, নাগরিক সমাজ ও আফগানিস্তানে বিদেশি দূতসহ প্রায় এক'শ জন এ সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন এবং ছবি প্রদর্শনী উপভোগ করেন। সংবর্ধনা অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ওয়াং ইয়ু বলেন, ৬৫ বছরের অনুশীলনে বন্ধুত্ব ও সহযোগিতা ফুটে উঠেছে। চীন-আফগানিস্তান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দীর্ঘমেয়াদী, ব্যাপক ও স্থিতিশীলতার বৈশিষ্ট্য রয়েছে; যা দুই রাষ্ট্রের সম্পর্কের মডেল। চীন-আফগানিস্তান সহযোগিতার সীমাহীন সম্ভাবনা রয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী নাব বলেন যে, আফগানিস্তান ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দীর্ঘ ইতিহাস রয়েছে। কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর, দুই দেশের পুরাতন প্রজন্মের নেতারা বৈঠক করেছেন এবং ঘনিষ্ঠ বিনিময় বজায় রাখছেন। আফগান পক্ষ আফগান ইস্যুতে সমর্থন দেওয়ার জন্য চীনকে ধন্যবাদ জানায়।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040