ওষুধ উদ্ভাবনসহ বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর চীনা প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
  2020-02-10 14:39:28  cri

ফেব্রুয়ারি ১০: মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হতে ওষুধ উদ্ভাবনসহ বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের ওপর নতুন করে গুরুত্বারোপ করেছেন চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং। গতকাল (রোববার) চীনের চিকিত্সা-বিজ্ঞান একাডেমির চিকিত্সা জীববিজ্ঞান ইনস্টিটিউট পরিদর্শনকালে তিনি গবেষকদের এ ব্যাপারে প্রয়োজনীয় দিক্‌-নির্দেশনাও দেন।

এসময় সংশ্লিষ্ট কর্মকর্তারা নভেল করোনাভাইরাস নিউমোনিয়া (এনসিপি) প্রতিরোধকাজের অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রী লি-কে অবহিত করেন। লি খ্য ছিয়াং তাদের প্রচেষ্টার প্রশংসা করে বলেন, সিপিসি'র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের এনসিপি প্রতিরোধবিষয়ক নির্দেশ অনুসরণ করে ভাইরাস প্রতিরোধবিষয়ক কেন্দ্রীয় কমিটির কর্মদল নানা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রকোপ প্রতিরোধে জনসাধারণের সংশ্লিষ্টতা প্রয়োজন, তবে বিজ্ঞানীদের কাজ বেশি গুরুত্বপূর্ণ।

প্রধানমন্ত্রী বলেন, ভাইরাস কীভাবে ছড়ায়, তা নিশ্চিতভাবে জানা খুব গুরুত্বপূর্ণ। কেবল এ তথ্যটুকু জানা গেলে ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের কার্যকারিতা অনেক বাড়বে। আর কার্যকর ওষুধ এ লড়াইয়ে জয়ী হওয়া এবং মৃত্যুর হার কমানোর নির্ণায়ক উপাদান। (রুবি/আলিম/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040