চীনা সংগীত দল খুয়াই চি সিয়ং দি
  2020-02-10 15:38:39  cri


বন্ধুরা, আজকের অনুষ্ঠানে চীনের জনপ্রিয় একটি সংগীত দলের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো, দলটির নাম 'খুয়াই চি সিয়ং দি'। গানের পাশাপাশি তারা অভিনেতা ও পরিচালনার কাজও করে থাকে। তারা বিভিন্ন শিল্পের মাধ্যমে সাধারণ মানুষের জীবন তুলে ধরেন। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে খুয়াই চি সিয়ং দি'র কিছু জনপ্রিয় গান শুনবো।

'খুয়াই চি সিয়ং দি' মাত্র দু'জনকে নিয়ে গঠিত হয়। গায়ক ওয়াং থাই লি এবং সিয়াও ইয়াং। চীনা ভাষায় এই দলের নামের বাংলা অর্থ 'চপস্টিক ভাই'। শুনতে কিছুটা আশ্চর্যজনক। কিন্তু এর পেছনে বিশেষ অর্থও আছে। চপস্টিক দুটি কাঠির সমন্বয়, একজনকে ছাড়া আরেকজনের কোনো অর্থ নেই। তাদের সম্পর্কও সে রকম, যেন এক জোড়া চপস্টিক। আর তারা নিজেদের খুবই সাধারণ মানুষ মনে করে। এই নাম থেকে খুয়াই চি সিয়ং দি'র সংগীতের ধারণা বোঝা যায়। আর সেটি হলো, দুজন সাধারণ মানুষ হিসেবে তারা সাধারণ মানুষ ও জীবনের গান পরিবেশন করেন। গান ১

২০০৭ সালে বেইজিংয়ে খুয়াই চি সিয়ং দি গঠিত হয়। তাদের প্রথম রচনা কিন্তু গান নয় বরং একটি মজার ছোট চলচ্চিত্র বা শর্ট ফিল্ম। তাদের হাস্যকর অভিনয়ে প্রাচীন জাপানের একটি মজার গল্প তুলে ধরা হয়। চলচ্চিত্রটি শুধু ইন্টারনেটে প্রচারিত হলেও তা অনেক জনপ্রিয় হয়। এই চলচ্চিত্রের জন্য তারা 'শুভ কামনা, প্রিয় বন্ধু' নামে একটি গান গেয়েছেন। আর তখন থেকে খুয়াই চি সিয়ং দি একটি সংগীত দল হিসেবে পরিচিতি লাভ করে।

বন্ধুরা, এখন শুনুন খুয়াই চি সিয়ং দি'র গান 'শুভ কামনা, প্রিয় বন্ধু'। গান ২

২০১০ সালে খুয়াই চি সিয়ং দি'র পরিচালনা ও অভিনীত চলচ্চিত্র 'বৃদ্ধ ছেলে' প্রচারিত হয়। এ চলচ্চিত্রটি সিয়াও ইয়াং ও ওয়াং থাই লি'র নিজস্ব বাস্তব অভিজ্ঞতা অনুসারে তৈরি হয়। এতে দু'জন সাধারণ মানুষের আবেগপূর্ণ ও মনোমুগ্ধকর একটি গল্প বলা হয়।

দু'জন ছেলে মাইকেল জ্যাকসনকে খুব পছন্দ করে এবং তাদের গায়ক হওয়ার স্বপ্ন ছিল। তবে বাস্তব জীবনে বিভিন্ন কারণে স্বপ্ন পূরণ হয়নি তাদের। তারা খুব সাধারণ জীবনযাপন করে। ২০ বছর পর তাদের দু'জনের ফের দেখা হয়। তারা আবার সিদ্ধান্ত নেয়, একসঙ্গে যৌবনের সংগীতের স্বপ্ন পূরণ করবে। ফলাফল যাই হোক না কেন, তা তাদের জন্য গুরুত্বপূর্ণ নয়। কারণ, এর মাধ্যমে তারা যৌবনের প্রাণশক্তি ও জীবনের প্রতি উৎসাহ ফিরে পায়, বৃদ্ধ হলেও তাদের মন যেন তরুণদের মতো!

খুয়াই চি সিয়ং দি এই চলচ্চিত্রের জন্য একটি গান রচনা করেন। যা শুনলে অনেকের মনেই একই অনুভূতি সৃষ্টি হয় এবং গানটি ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। বন্ধুরা, এখন তাদের এই জনপ্রিয় গান 'বৃদ্ধ ছেলে' শুনবো।  গান ৩

গান 'বৃদ্ধ ছেলে' জনপ্রিয় হওয়ার পর খুয়াই চি সিং দিও চীনে ব্যাপক পরিচিত হয়। এরপর তারা আরও কিছু চলচ্চিত্র তৈরি করে এবং সফল হন। ২০১১ সালে খুয়াই চি সিয়ং দি'র গান 'পিতা' মুক্তি পায়। গানটি দলের সদস্য ওয়াং থাই লি নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে রচনা করেন। গানে গভীর ও আন্তরিকভাবে এক সাধারণ পিতার গল্প বলা হয় এবং পিতার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সুন্দর সুরের গানটি অনেক মানুষকে মুগ্ধ করে।

বন্ধুরা, এখন খুয়াই চি সিয়ং দি'র 'পিতা' গানটি শুনবো।  গান ৪

২০১৪ সালে খুয়াই চি সিয়ং দি চলচ্চিত্রের জন্য একটি গান 'ছোট আপেল' রচনা করে। গানটি হচ্ছে প্রফুল্ল ও সহজ একটি প্রেমের গান। গানটি চীনে ও সারা বিশ্বে দারুণ জনপ্রিয়তা পায়। এই গান ২০১৪ সালে 'আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডসের' বার্ষিক শ্রেষ্ঠ জনপ্রিয় গানের পুরস্কারও পায়। খুয়াই চি সিয়াং দিও প্রথম 'আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডসে' পারফর্ম করা চীনা সংগীত দল।

বন্ধুরা, এখন খুয়াই চি সিয়ং দি'র জনপ্রিয় গান 'ছোট আপেল' শুনবো। গান ৫

গান 'ছোট আপেল'র জন্য বেশ জনপ্রিয় হলেও খুয়াই চি সিয়ং দি অব্যাহতভাবে সাধারণ মানুষের গল্প বলে যায়। পরের গানের নাম 'আমি কখনও নিউ ইয়র্ক যাইনি'। গানে সাধারণ মানুষের জীবন পরিবর্তনের তীব্র আশা তুলে ধরা হয়।

বন্ধুরা, এখন গান 'আমি কখনও নিউ ইয়র্ক যাইনি' শুনবো। গান ৬

বন্ধুরা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা খুয়াই চি সিয়ং দি'র আরও একটি সুন্দর গান 'ছোট্ট সুখ' শুনবো। আশা করি এ গান শুনে সাধারণ জীবনের ছোট ছোট সুখের বিষয়গুলো খুঁজে পাবেন। গান ৭

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040