উহান শহর নভেল করোনাভাইরাসের রোগীদের অবস্থা অনুযায়ী শ্রেণীবিন্যাস করেছে। যাদের অবস্থা তেমন গুরুতর নয়, তাদেরকে অস্থায়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তারা চিকিত্সা গ্রহণ করছে।
উহানের হান জিয়াং এলাকার অস্থায়ী হাসপাতালে চিকিত্সাধীন কয়েকজন রোগী বলেন, এখন হাসপাতালের অবস্থা অনেক উন্নত হয়েছে। তারা ভালোভাবে চিকিত্সা গ্রহণ করবেন যাতে দ্রুত সুস্থ হয়ে ঘরে ফেরা যায়। হাসপাতালে বিনামূল্যে খাবার দেওয়া হয়।
বিভিন্ন জায়গা থেকে চিকিত্সকরা সেখানে পৌঁছানোর পর অস্থায়ী হাসপাতালগুলোতে চিকিত্সার মান সুস্পষ্টভাবে বেড়েছে। হাসপাতালের বাইরে চিকিত্সকরা তাঁবু স্থাপন করেছেন। ভিতরে আধুনিক মানের যন্ত্র ও ওষুধ আছে। দূর থেকে অনলাইনের মাধ্যমে চিকিত্সা দেওয়ার ব্যবস্থাও রয়েছে।
(শুয়েই/তৌহিদ/লিলি)






