৭ জানুয়ারি বেইজিংয়ে চীনের বিদেশি ভাষা ব্যুরো এবং ইউনেস্কোর ফ্ল্যাগশিপ ম্যাগাজিন "ম্যাসেঞ্জার"-এর এস্পেরান্তো সংস্করণ অনুবাদ ও প্রকাশনা স্বাক্ষর অনুষ্ঠান আয়োজন করা হয়। চীনের বিদেশি ভাষা ব্যুরোর পরিচালক ডু জানইউয়ান এবং ইউনেস্কোর ব্র্যান্ড ও প্রকাশনা পরিচালক ইন ডেনিসন এবং ৬০ টিরও বেশি চীনা ও বিদেশি অতিথি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এই চুক্তি স্বাক্ষরটি আনুষ্ঠানিকভাবে ইউনেস্কো ও চীনের বিদেশি ভাষা ব্যুরো "ম্যাসেঞ্জার"-এর এস্পেরান্তো সংস্করণ অনুবাদ ও প্রকাশের সহযোগিতা কার্যক্রম।
পরিচালক ডু জানইউয়ান বলেন, চীনের বিদেশি ভাষা ব্যুরো বিশ্বমানের এবং বিস্তৃত আন্তর্জাতিক যোগাযোগকারী সংস্থা তৈরিতে কঠোর পরিশ্রম করছে। ইউনেস্কোর "ম্যাসেঞ্জার" এর এস্পেরান্তো সংস্করণে সহযোগিতা করা একটি ভালো উদ্যোগ এবং একটি দারুণ সুযোগ।
ডেনিসন বলছিলেন যে, আজকের দিনটি একটি ঐতিহাসিক মুহূর্ত। কারণ "ম্যাসেঞ্জার" এর এস্পেরান্তো সংস্করণ প্রকাশনার চুক্তি স্বাক্ষর হতে চলেছে এবং এ ম্যাগাজিন চীনে একটি নতুন ঠিকানা পেয়েছে। আমি আশা করি ভবিষ্যতে উভয় পক্ষ এই সহযোগিতার ক্ষেত্র আরও প্রশস্ত করবে এবং আরও সুফল অর্জন করবে।