মহামারী চীনের অর্থনীতিতে উচ্চ গুণগত প্রবৃদ্ধি অর্জনের পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না: চীনের গণব্যাংকের উপ-প্রধান
  2020-02-07 19:29:58  cri
 

ফেব্রুয়ারি ৭: চীনের গণব্যাংকের উপ-প্রধান ফাং কং সেং আজ(শুক্রবার)বেইজিংয়ে জানান, নভেল করোনা ভাইরাসের কারণে যে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, কেন্দ্রীয় ব্যাংক সে প্রতিষ্ঠানকে স্বল্পসুদে ঋণ দেওয়ার ব্যবস্থা গ্রহণ করবে। পাশাপাশি, চিকিৎসা-সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকেও অর্থ-সাহায্য দেওয়া হবে।

তিনি বলেন, ভাইরাসের প্রকোপ শেষ হওয়ার পর চীনের অর্থনীতি আবারও চাঙ্গা হবে। মহামারী চীনের অর্থনীতিতে উচ্চ গুণগত প্রবৃদ্ধি অর্জনের পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না।

তিনি জোর দিয়ে বলেন, চীনের অর্থনীতির ওপর মহামারীর নেতিবাচক প্রভাব হবে অস্থায়ী।(আকাশ/আলিম/সুর্বণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040