ফেব্রুয়ারি ৭: চীনের ছিং হাই প্রদেশের সি নিং, কুয়াং সি স্বায়ত্তশাসিত অঞ্চলের ইয়ু লিন, চিয়াং সি প্রদেশের কান চৌ ও চি লিন প্রদেশের ছাং ছুনসহ বিভিন্ন স্থানের পুলিশ সম্প্রতি বেশ কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে গণনিরাপত্তার প্রতি হুমকি সৃষ্টির অভিযোগে মামলা করেছে। এ সব ব্যক্তির বিরুদ্ধে নভেল করোনা ভাইরাসসংশ্লিষ্ট তথ্য গোপন করা ও আলাদাভাবে থাকার নিয়ম লঙ্ঘনের অভিযোগ আনা হয়।
গণনিরাপত্তা মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তা জানান, ফৌজদারি আইন অনুযায়ী, ইচ্ছাকৃতভাবে ভাইরাস ছড়ানো এবং গণনিরাপত্তার প্রতি হুমকি সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। (রুবি/আলিম/সুবর্ণা)