ফেব্রুয়ারি ৭: নভেল করোনা ভাইরাস নিয়ে গবেষণা দ্রুততর করতে বিশ্বজুড়ে কার্যক্রম চালাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আগামী ১১ থেকে ১২ ফেব্রুয়ারি জেনিভায় নভেল করোনা ভাইরাসবিষয়ক গবেষণা ও নব্যতাপ্রবর্তন ফোরাম আয়োজিত হবে। এ ফোরামের লক্ষ্য হচ্ছে বিশ্বজুড়ে বৈজ্ঞানিক শক্তি প্রয়োগ করে এ ভাইরাস প্রতিরোধের উপায় ও কার্যকর টিকা উদ্ভাবন করা। গতকাল (বৃহস্পতিবার) বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ তথ্য জানায়।
জানা গেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বিশ্ব মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণবিষয়ক গবেষণা ও সহযোগিতা সংস্থার যৌথ উদ্যোগে এ ফোরামের আয়োজন করা হবে। অংশগ্রহণকারীরা ভাইরাসের উত্স, জৈবিক নমুনা ও জিন অনুক্রম ভাগাভাগি নিয়ে আলোচনা করবেন। বর্তমানে গুরুতর তীব্র শ্বাসযন্ত্রের সিন্ড্রোম ও তীব্র শ্বাসযন্ত্রের সিন্ড্রোমবিষয়ক গবেষণার ভিত্তিতে নভেল করোনা ভাইরাসবিষয়ক তথ্য নিয়ে গবেষণা করা হবে, যাতে এ ভাইরাসের কুপ্রভাব ব্যাপক পরিমাণে কমিয়ে আনা যায়।
নভেল করোনা ভাইরাস নিয়ে একটি বিশ্বব্যাপী গবেষণার কর্মসূচিও পূর্বপরিকল্পিতভাবে তৈরি হবে এ ফোরামে। এটার মাধ্যমে কার্যকর বিনিয়োগ, গুণগত মানসম্পন্ন গবেষণা ও বিশ্বজুড়ে গবেষকদের সমন্বয় ও সহযোগিতা জোরদার হবে বলে মনে করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। (রুবি/আলিম/সুবর্ণা)