রোমে হাসিনা-কোঁন্তে দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক জোরদারের অঙ্গীকার
  2020-02-06 18:58:18  cri
ইতালির প্রধানমন্ত্রী জিউসেফ কোঁন্তের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন সে দেশে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার স্থানীয় সময় দুপুরে ইতালির প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে এ বৈঠক হয়।

বৈঠকে বাংলাদেশ ও ইতালির দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করতে একমত হন দুই প্রধানমন্ত্রী। এছাড়াও বিদ্যুৎ জ্বালানি, প্রতিরক্ষা, জনশক্তি রপ্তানি ও বাণিজ্য সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন দুই প্রধানমন্ত্রী। বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধির প্রশংসা করেন ইতালির প্রধানমন্ত্রী। ১১ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দেওয়ার জন্যও শেখ হাসিনার প্রশংসা করেন জিউসেপ কোঁন্তে। রোহিঙ্গাদের সহায়তায় আরো ১০ লাখ ইউরো দেওয়ারও প্রতিশ্রুতি দেন ইতালির প্রধানমন্ত্রী।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040