ফেব্রুয়ারি ৬: চীনের বিভিন্ন স্থানে নভেল করোনা ভাইরাসের প্রকোপ প্রতিরোধ ও নিয়ন্ত্রণকাজ এগিয়ে নিতে নানান ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এরই অংশ হিসেবে চিয়াং সু প্রদেশের ইয়াং চৌ শহরে আগামীকাল (শুক্রবার) থেকে অনলাইনে মাস্ক বুকিংয়ের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এদিকে, রাতে সাবওয়ে জীবাণুমুক্ত করতে আগামীকাল (শুক্রবার) শাংহাইয়ের একাধিক সাবওয়ে লাইনের কার্যক্রমের সময় কমিয়ে দেওয়া হবে। একই সঙ্গে সকল যাত্রীকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে বলেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
লিয়াও নিং প্রদেশ গতকাল (বুধবার) প্রকোপ নিয়ন্ত্রণ করতে ৩০টি ব্যবস্থা গ্রহণ করে। এর অংশ হিসেবে গোটা প্রদেশে বিভিন্ন আবাসিক অঞ্চলে সবার যাওয়া-আসার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এসব অঞ্চলের বাসিন্দাদের সেখানে প্রবেশের সময় শরীরের তাপমাত্রা মাপার ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।
ওদিকে, হেই লুং চিয়াং প্রদেশে ওষুধের সকল খুচরা বিক্রয়কারী প্রতিষ্ঠানকে জ্বরের ওষুধ বিক্রি সম্পর্কে নিয়মিত রিপোর্ট করতে বলা হয়েছে। (রুবি/আলিম/সুবর্ণা)