মানুষের জীবন বাঁচানোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: চীনা প্রেসিডেন্ট
  2020-02-06 18:08:02  cri
 

ফেব্রুয়ারি ৬: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে দেশের সংশ্লিষ্ট সকল বিভাগ মানুষের জীবন বাঁচানোকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সরকার মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সক্ষমতা উন্নয়নেও সচেষ্ট আছে। এখন মহামারী প্রতিরোধের জন্য শক্তিশালী আইনি সমর্থনও নিশ্চিত করতে হবে। গতকাল (বুধবার) বেইজিংয়ে সিপিসির কেন্দ্রীয় কমিটির 'সার্বিকভাবে আইন অনুযায়ী দেশ প্রশাসন কমিটি'র তৃতীয় সভায় সভাপতিত্বকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এখন হচ্ছে মহামারী প্রতিরোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আইন অনুযায়ী সুশৃঙ্খলভাবে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রেসিডেন্ট সি আরও বলেন, মহামারী ঠেকাতে পূর্বসতর্কতা অবলম্বনসংশ্লিষ্ট আইন উন্নত করতে হবে, সংশ্লিষ্ট আইন কঠোরভাবে প্রয়োগ করতে হবে, আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করতে হবে, চিকিৎসক ও নার্সের সঙ্গে সহিংসতামূলক আচরণ দমন করতে হবে, এবং আইন অনুযায়ী মহামারীর সংশ্লিষ্ট তথ্য প্রকাশের কাজ সুষ্ঠভাবে করতে হবে। (আকাশ/আলিম/সুর্বণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040