আফগান নিরাপত্তা বাহিনী ২৬ জঙ্গিকে হত্যা করেছে
  2020-02-06 16:17:03  cri
ফেব্রুয়ারি ৬: গতকাল (বুধবার) আফগান সরকার জানিয়েছে যে, সম্প্রতি দেশের বিভিন্ন প্রদেশে হামলা চালিয়ে আফগান নিরাপত্তা বাহিনী অন্তত ২৬ জন সশস্ত্র জঙ্গিকে হত্যা করে।

এদিন নিরাপত্তা বাহিনীর বিবৃতিতে বলা হয়, আফগান বিমান বাহিনী দক্ষিণাঞ্চলের কান্দাহার প্রদেশ, হেরমান প্রদেশসহ বিভিন্ন এলাকায় তালিবানদের গোপন আস্তানা লক্ষ্য করে আক্রমণ চালায়। এতে ১৮ জন সশস্ত্র জঙ্গি নিহত হয়। আর ৪ ফেব্রুয়ারি কুনদুজ প্রদেশে বিমান হামলায় মোট ৮ জন জঙ্গি নিহত হয়।

এদিকে, আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী আসাদুল্লা হালিদ বুধবার জানান, আফগান জাতীয় সেনাবাহিনী ও পুলিশ সশস্ত্র জঙ্গি নির্মূল অভিযানে অংশ নিচ্ছে। গত কয়েক মাসে প্রায় হাজার খানেক চরমপন্থী আইএস জঙ্গি দেশের পূর্বাঞ্চলে আত্মসমর্পণ করেছে বলেও তিনি জানান।(সুবর্ণা/আলিম/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040