ফেব্রুয়ারি ৫: নতুন করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিত্সায় ব্যবহার-উপযোগী ওষুধ বাচ্ছাইবিষয়ক গবেষণায় অগ্রগতি অর্জন করেছেন চীনা বিজ্ঞানীরা। বর্তমানে সে সব ওষুধের কার্যকারিতা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কেন্দ্রের উপ-মহাপরিচালক স্যুন ইয়ান রুং গতকাল (মঙ্গলবার) জাতীয় স্বাস্থ্য কমিশনের এক প্রেস ব্রিফিংয়ে এ সব কথা বলেন।
স্যু ইয়ান রুং বলেন, নতুর করোনা ভাইরাসের প্রকোপ দেখা দেওয়ার পরপরই বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ভাইরাসের উত্স আবিস্কার, ওষুধ উদ্ভাবন, টিকা উদ্ভাবনসহ বিভিন্ন বিষয়ে ১৬টি প্রকল্প হাতে নেয়। এ পর্যন্ত সে-সব কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে।
তিনি বলেন, অল্প সময়ের মধ্যে চীন নতুন করোনা ভাইরাসকে আলাদা করতে এবং এই জিনোম-ওয়াইড টেস্টিংয়ে সক্ষম হয়। চীন তাত্ক্ষণিকভাবে এ সাফল্য আন্তর্জাতিক সমাজের সঙ্গে ভাগাভাগি করে। টিকা উদ্ভাবনের জন্য চীন বেশ কয়েকটি প্রযুক্তি ব্যবহার করছে।
সবার দৃষ্টিকাড়া ওষুধ রেন্ডেসিভির সম্পর্কে স্যু বলেন, এ ওষুধ ইবোলা ভাইরাসে আক্রান্তদের চিকিত্সায় ব্যবহৃত হলেও বিদেশে এর সম্পূর্ণ ক্লিনিকেল ট্রায়াল শেষ হয়নি। সম্প্রতি চীনের ওষুধ প্রশাসন দুটি হাসপাতালে এ ওষুধের ক্লিনিকেল ট্রায়াল শুরু করে। আশা করা যায় এ কার্যক্রম সফল হবে। (রুবি/আলিম/সুবর্ণা)