ভাইরাস প্রতিরোধে আন্তর্জাতিক সহযোগিতার ওপর হু'র মহাপরিচালকের গুরুত্বারোপ
  2020-02-05 18:09:43  cri

ফেব্রুয়ারি ৫: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র মহাপরিচালক তেদ্রোস আদহানম নতুন করোনা ভাইরাসের আক্রমণ প্রতিরোধে আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছেন। গতকাল (মঙ্গলবার) জেনিভায় নতুন করোনা ভাইরাসবিষয়ক এক সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, ভাইরাস প্রতিরোধে বিভিন্ন কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে চীন। বর্তমানে এ ভাইরাসে আক্রান্তদের ৯৯ শতাংশই চীনে অবস্থান করছে। অন্যান্য দেশে আক্রান্তদের সংখ্যা তুলনামূলকভাবে খুবই কম। তবে এ পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে পারে। তাই বিভিন্ন দেশের উচিত ভাইরাসের ওষুধ ও টিকা উদ্ভাবনের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে ভাইরাসে আক্রান্তদের তথ্য ভাগাভাগি করা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতির সঙ্গে অসংগতিপূর্ণ কোনো নিষেধাজ্ঞা জারি না-করার আহ্বানও জানান তিনি।

সম্মেলনে তিনি আরও বলেন, বিশ্ব ঐক্যবদ্ধ হলেই কেবল মহামারী নিয়ন্ত্রণে আনা যায়। বর্তমানে চীনের বাইরে কেবল ১৭৬ জন আক্রান্ত হয়েছেন। তবে তাদের কেবল ৩৮ শতাংশের সম্পূর্ণ প্রতিবেদন পেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কিছু উন্নত দেশ এক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোর তুলনায় পিছিয়ে আছে। বিস্তারিত পরিসংখ্যান ছাড়া মহামারীর গতিপ্রকৃতি ও প্রভাব নিয়ে সঠিক পর্যালোচনা করা সম্ভব না বলেও তিনি উল্লেখ করেন। (রুবি/আলিম/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040