মহামারী শেষ হলে চীনের অর্থনীতিও পুনরুদ্ধার হবে: জার্মান অধ্যাপক
  2020-02-05 18:04:50  cri

ফেব্রুয়ারি ৫: ইউনিভার্সিটি অব দুসবর্গ-এসেনের প্রাচ্য-গবেষণালয়ের অধ্যাপক মারকুস থাওবা সম্প্রতি সিনহুয়া বার্তা সংস্থাকে বলেন, নতুন  করোনা ভাইরোস চীনের অর্থনীতিতে সাময়িক নেতিবাচক প্রভাব ফেলছে। তবে, মহামারী শেষ হলে চীনের অর্থনীতি আগের মতোই সামনে এগিয়ে যেতে থাকবে।

তিনি বলেন, পর্যটন, হোটেল-রেস্তোরাঁ ইত্যাদি কয়েক ধরনের শিল্প মহামারীতে স্পষ্টভাবেই ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু মহামারী-পরবর্তী সময়ে এ অবস্থা দ্রুত কেটে যাবে।

তিনি আরও বলেন, চীন এখন অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে গতির চেয়ে, গুণগত মানের ওপর বেশি গুরুত্ব দিচ্ছে। এটা খুব ভাল ও গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। (শিশির/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040