ফেব্রুয়ারি ৫: উহানের নবনির্মিত হুওশেনশান হাসপাতাল চালু হবার পর রোগীদের নিরাপদ হস্তান্তর নিশ্চিত করতে এবং নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় স্থানীয় সরকার সেখানে দুই শতাধিক পুলিশ নিয়োজিত করেছে। পুলিশসদস্যরা পালাক্রমে ২৪ ঘন্টা দায়িত্ব পালন করছেন।
পুলিশের পাশাপাশি ৪০ সদস্যের সোয়াত টিমও সেখানে নিযুক্ত আছে। সদস্যদের মধ্যে সবচেয়ে কম বয়সীর বয়স ২২ বছর। দলের প্রধান দু'বার লিবিয়ায় শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেছেন। (শিশির/আলিম)






