চীনে করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ৩৮৮৭জন: চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন
  2020-02-05 14:23:49  cri
ফেব্রুয়ারি ৫: চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, মঙ্গলবার চীনের ৩১টি প্রদেশ, স্বায়ত্তশাসিত অঞ্চল, কেন্দ্রশাসিত শহর এবং সিনচিয়াংয়ের উৎপাদন ও নির্মাণ-সংক্রান্ত সেনাদলে নতুন করোনাভাইরাসে আক্রান্ত ৩৮৮৭জন নতুন রোগী পাওয়া গেছে। এর মধ্যে গুরুতর রোগী ৪৩১জন এবং আরও ৬৫জন মারা গেছে। নিহত ৬৫জনই হুপেই প্রদেশের মানুষ। এ ছাড়া হাসপাতাল থেকে আরও ২৬২জন সুস্থ হয়ে ঘরে ফিরেছে; এর মধ্যে হুপেই প্রদেশে সুস্থ হয়েছে ১২৫জন।

বর্তমানে আক্রান্তদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখা ২৫২,১৫৪জন ব্যক্তি এবং আরো ১৮,৫৫৫জনকে চিকিৎসকরা পর্যবেক্ষণ করছেন।

মূল-ভূভাগের বাইরে চীনের হংকংয়ে ১৮জন ভাইরাসে আক্রান্ত হয়েছে; মারা গেছে একজন। ম্যাকাওয়ে ১০জন এবং তাইওয়ানে ১১জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে।

(ছাই/তৌহিদ/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040