চীন একা করোনাভাইরাস প্রতিরোধ করবে না: মালয়েশিয়ার উপ-স্বাস্থ্যমন্ত্রী
  2020-02-05 14:03:51  cri
ফেব্রুয়ারি ৫: মালয়েশিয়ার উপ-স্বাস্থ্যমন্ত্রী লি ওয়েন ছাই চায়না মিডিয়া গ্রুপ বা সিএমজি'র সাংবাদিককে বলেন, নতুন করোনাভাইরাস প্রতিরোধের কাজ চীনের একার কাজ না। সমগ্র বিশ্বের উচিত চীনকে সহায়তা করা।

লি ওয়েন ছাই বলেন, মালয়েশিয়া বিশ্বের গুরুত্বপূর্ণ রাবার গ্লভস উৎপাদনকারী দেশ। তাই মালয়েশিয়া ১.৮কোটি রাবার গ্লভস চীনে পাঠানোর প্রস্তুতি নিয়েছে। কিছু চীনে পাঠানোও হয়েছে। তিনি বলেন, করোনাভাইরাস আসলে গোটা বিশ্বের সমস্যা। মালয়েশিয়া ও চীন, হুপেই ও উহানকে এ চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করবে।

তিনি আরও বলেন, চীন ধারাবাহিক কার্যকর ব্যবস্থা নিয়ে করোনাভাইরাস প্রতিরোধ করছে। চীন দ্রুতভাবে রোগ নির্ণয় ও ভাইরাসটির জিনের গঠনপ্রণালী উদ্ভাবন করেছে। এটি বিশ্বের বিভিন্ন দেশকে করোনাভাইরাস প্রতিরোধে সহায়তা করবে।

(ছাই/তৌহিদ/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040