লি ওয়েন ছাই বলেন, মালয়েশিয়া বিশ্বের গুরুত্বপূর্ণ রাবার গ্লভস উৎপাদনকারী দেশ। তাই মালয়েশিয়া ১.৮কোটি রাবার গ্লভস চীনে পাঠানোর প্রস্তুতি নিয়েছে। কিছু চীনে পাঠানোও হয়েছে। তিনি বলেন, করোনাভাইরাস আসলে গোটা বিশ্বের সমস্যা। মালয়েশিয়া ও চীন, হুপেই ও উহানকে এ চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করবে।
তিনি আরও বলেন, চীন ধারাবাহিক কার্যকর ব্যবস্থা নিয়ে করোনাভাইরাস প্রতিরোধ করছে। চীন দ্রুতভাবে রোগ নির্ণয় ও ভাইরাসটির জিনের গঠনপ্রণালী উদ্ভাবন করেছে। এটি বিশ্বের বিভিন্ন দেশকে করোনাভাইরাস প্রতিরোধে সহায়তা করবে।
(ছাই/তৌহিদ/আকাশ)