ভর্তি ও নিরাময়ের হার বাড়াতে হবে: কেন্দ্রীয় করোনাভাইরাস প্রতিরোধদল
  2020-02-05 13:57:18  cri
ফেব্রুয়ারি ৫: চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং গতকাল (মঙ্গলবার) কেন্দ্রীয় নতুন করোনাভাইরাস প্রতিরোধ কর্মদলের সম্মেলন সভাপতিত্ব করেন। সম্মেলনে বলা হয়, হুবেই প্রদেশ বিশেষ করে উহান শহর এখনও করোনাভাইরাস প্রতিরোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চল। ভর্তি ও নিরাময়ের হার বাড়ানো এবং সংক্রমণ ও মৃত্যুর হার কমানোর চেষ্টা করতে হবে। প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীর যথাযথ ব্যবহারের কথাও বলেন তিনি।

উল্লেখ্য, মঙ্গলবার রাতে আরও দুই হাজার চিকিৎসককে হুবেই প্রদেশে পাঠানো হয়েছে।

এ ছাড়া, কিছু হোটেল, স্টেডিয়াম ও প্রশিক্ষণকেন্দ্র ব্যবহার করে সন্দেহভাজন আক্রান্ত, হালকা রোগী ও তাদের ঘনিষ্ঠ ব্যক্তিদের সেখানে ভর্তি করা হবে। কিছু তৃতীয় পর্যায়ের সাধারণ হাসপাতালকে ভাইরাস চিকিৎসার হাসপাতালে রূপান্তর করা হবে। উচ্চ মানের চিকিত্সকদল, প্রয়োজনীয় সামগ্রী ও যন্ত্রপাতি পাঠানো হবে।

সম্মেলনে আরও বলা হয়, করোনাভাইরাস প্রতিরোধের ক্ষেত্রে প্রথমে মানুষের প্রাণ রক্ষা করাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

(ছাই/তৌহিদ/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040