ভালোবাসা ও আশা
  2020-02-05 11:26:25  cri


২০২০ সাল শুরুর আগে সবাই এ বছর নিয়ে অনেক সুন্দর আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলেন। নতুন বছরের প্রথম এক মাস পার হয়েছে। তবে বিশ্বের বাস্তব অবস্থা আমাদের প্রত্যাশার চেয়ে আলাদা। যেমন অস্ট্রেলিয়ার দাবানল টানা ৪ মাস জ্বলছে আর সম্প্রতি রাজধানী ক্যানবেরাতেও জরুরি অবস্থা জারি করা হয়েছে। বিশ্ববিখ্যাত বাস্কেটবল তারকা ও আন্তর্জাতিক আইডল কোবে ব্রায়ান্ট দুর্ঘটনায় নিহত হয়েছেন, আর এক নতুন ধরনের করোনাভাইরাস চীন থেকে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। পৃথিবী বা জীবন সবসময় আমাদের ইচ্ছামতো সুষ্ঠুভাবে সামনে এগিয়ে যাবে না, আর আমরাও সব বিপদ বা দুর্ঘটনা এড়াতে পারব না। এ অবস্থায় একটি দৃঢ় মন ও আস্থা দরকার। প্রিয় বন্ধুর পাশাপাশি সংগীতও আমাদের মনে অনেক শক্তি ও সাহস যোগায়।

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে ভালোবাসা ও আশা সম্পর্কিত কিছু গান শুনবো, আশা করি এসব গান থেকে প্রত্যেকে বাধা অতিক্রমের শক্তি ও সাহস পাবে। গান ১

এখন আমরা শুনবো চীনের জনপ্রিয় গায়ক লি চুন চিয়ের গান 'ভালোবাসা ও আশা'। ২০০৮ সালে চীনের উন ছুয়ানের বড় ভূমিকম্প নিয়ে তৈরি হয় এ গান। ২০০৮ সালের ভূমিকম্পটি গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পর সবচেয়ে বড় ভূমিকম্প। এতে ব্যাপক হাতাহত ও ক্ষয়ক্ষতি হয়। তবে সারা চীনের চেষ্টা ও অনেক বিদেশি সাহায্যে মাত্র ৩ বছরে উন ছুয়ানের পুনর্গঠন সম্পন্ন হয়। বলা যায়, এটি হচ্ছে ভালোবাসা ও আশা সৃষ্টির ক্ষেত্রে অসাধারণ একটি ব্যাপার।

বন্ধুরা, এখন গান ' ভালোবাসা ও আশা' শুনবো। গান ২

এবার আমরা শুনবো লিন চুন চিয়ের আরও একটি গান, গানের নাম 'stay with you'। বর্তমান চীনের হুপেই প্রদেশের নতুন করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কথা ব্যাপক জানাজানি হয়েছে। এ ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের জন্য উহানসহ হুপেই প্রদেশের অনেক শহরের যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। শহর বন্ধ হলেও অনেক চিকিৎসক অন্য প্রদেশ থেকে এসে রোগীদের সহযোগিতা করছেন। গানটি এ বিষয়েই রচিত হয়েছে।

বন্ধুরা, এখন গানটি শুনি। গান ৩

বর্তমানে নতুন করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। তবে চীনাদের চেষ্টায় জরুরি ভিত্তিতে হাসপাতাল তৈরি হয়েছে। বিভিন্ন প্রদেশের চিকিৎসকরা সাহায্য করছেন। দেশ-বিদেশ থেকে অনেক চিকিৎসা সামগ্রী এসেছে। ভাইরাস ছড়ানোর গতির চেয়ে ভালোবাসা ও আশা ছড়ানোর গতি আরও বেশি, চীন অবশ্যই এই মহামারী নিয়ন্ত্রণ করবে।

বন্ধুরা, এখন শুনুন গান 'ভালোবাসার আলো'।গান ৪

দুর্ঘটনায় যখন সবাই বিপজ্জনক জায়গা থেকে পালিয়ে যায়, তখন সবসময় কিছু লোক ঘটনাস্থলের দিকে ছুটে যায়। যেমন পুলিশ, দমকলকর্মী ও চিকিৎসক। তারা নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে লোকজনকে রক্ষা করে ও উদ্ধার করে এবং তাদের বাঁচার আশা দেখায়। সবাই তা করতে পারে না। এ জন্য তারা মানুষের কাছে অনেক সম্মানিত।

বন্ধুরা, এখন গান 'The Bravest' শুনবো।গান ৫

এবার আমরা শুনবো চীনের জনপ্রিয় গায়িকা লি ইয়ু ছুনের গান 'আমি তোমার মতোই'। গানে বলা হয়, আমরা সবাই এক। সবাই সাধারণ মানুষ হলেও পরস্পরের বোঝা ও সমর্থন মানুষকে শক্তি দেয়, বাধা অতিক্রমের সুযোগ দেয় এবং বিপদ ও দুর্যোগে আশা সৃষ্টি করে। এমন চেতনা নিয়ে শুধু বাধা অতিক্রম করাই নয়, আমাদের জীবন আরও ভালো হয়ে উঠবে।

বন্ধুরা, এখন গানটি শুনি। গান ৬

২০২০ সালের শুরুতে অনেক দুর্ঘটনা ঘটলেও আশা করি মানুষ সব বাধা অতিক্রম করতে পারবে এবং একটি শান্তিপূর্ণ সমৃদ্ধ ভবিষ্যত গড়ে উঠবে। বন্ধুরা, অনুষ্ঠানের শেষে একসঙ্গে একটি সুন্দর গান 'ভবিষ্যত ভালো হবে' শুনবো।গান ৭

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040