নবনির্মিত হুওশেনশান হাসপাতালে প্রথম দফায় রোগী ভর্তি
  2020-02-04 16:54:16  cri
ফেব্রুয়ারি ৪: আজ (মঙ্গলবার) উহানের নবনির্মিত হুওশেনশান হাসপাতালে প্রথম দফায় নতুন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের ভর্তি করা হয়।

গত ১০ দিন ধরে হাসপাতালটির নির্মাণকাজ চলে। এতে মোট ১০০০টি শয্যা রয়েছে। চীনের সশস্ত্রবাহিনীর ১৪০০ জন চিকিত্সক ও নার্স হাসপাতালে রোগীদের চিকিত্সার দায়িত্ব পালন করছেন।

হাসপাতালের ঔষধালয়ের দায়িত্বশীল কর্মকর্তা জি পো জানান, বর্তমানে হাসপাতালে নতুন করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিত্সার জন্য পর্যাপ্ত ওষুধ রয়েছে। হাসপাতালে ভাইরাস সংক্রমণ প্রতিরোধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। তা ছাড়া, হাসপাতালে অনলাইন-সেবাও চালু হয়েছে।

হাসপাতালের প্রতিটি কক্ষে দুটি বিছানা ও আলাদা টয়লেট আছে। রোগীদের খাবার ও ওষুধ সরবরাহের আগে জীবাণুমুক্ত করার ব্যবস্থাও আছে হাসপাতালে। (সুবর্ণা/আলিম/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040