ফেব্রুয়ারি ৪: গতকাল (সোমবার) ৫৭ জন পাকিস্তানি ও ১২ জন চীনা নাগরিককে বহনকারী চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি বিমান পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবতরণ করে। পাক প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা জাফর মির্জা ও পাকিস্তানে চীনা রাষ্ট্রদূত ইয়াও চিং বিমানবন্দরে যাত্রীদের স্বাগত জানান। বসন্ত উত্সবের কারণে কিছুদিন বন্ধ থাকার পর দু'দেশের মধ্যে বেসামরিক ফ্লাইট পুনরায় চালু হয়।
এদিকে, পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি এক টুইটার-বার্তায় বলেছেন, তার দেশ মহাকারী মোকাবিলায় চীনা সরকারের নেওয়া ব্যবস্থাকে সমর্থন করে। (শিশির/আলিম)