'ভাইরাসসম্পর্কিত তথ্যাদি তাইওয়ানকে শুরু থেকেই সরবরাহ করা হচ্ছে'
  2020-02-04 16:37:07  cri

ফেব্রুয়ারি: চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ানবিষয়ক কার্যালয়ের মুখপাত্র মা সিয়াও কুয়াং আজ (মঙ্গলবার) বলেন, নতুন ধরনের করোনা ভাইরাসের প্রকোপ দেখা দেওয়ার পর পরই তাইওয়ানকে এ বিষয়ে সতর্ক করা হয়েছে। কারণ, মূল ভূভাগ তাইওয়ানের স্বদেশিদের স্বাস্থ্য সুরক্ষার ওপর সর্বাধিক গুরুত্ব দেয়।

মুখপাত্র বলেন, কেন্দ্রীয় সরকার একাধিকবার তাইওয়ান কর্তৃপক্ষকে ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণের অগ্রগতি সম্পর্কে এবং মূল ভূভাগে অবস্থানরত তাইওয়ানের বাসিন্দাদের হাল-হকিকত সম্পর্কে অবহিত করেছে। তাইওয়ানের সংশ্লিষ্ট বিভাগের অনুরোধের প্রেক্ষাপটে, তাইওয়ানের বিশেষজ্ঞকে উহান পরিদর্শনের সুযোগও করে দেয় মূল ভূভাগ। (শিশির/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040