আন্তর্জাতিক সমাজকে ভাইরাস সংক্রমণ প্রশ্নে যৌক্তিক প্রতিক্রিয়া দেখানোর আহ্বান চীনের
  2020-02-03 20:03:33  cri
 

ফেব্রুয়ারি ৩: চীনের পররাষ্ট মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়াং ছুন ইং আজ( সোমবার) বেইজিংয়ে একটি অনলাইন সাংবাদিক সম্মেলনে বলেন, আন্তর্জাতিক সমাজ যৌক্তিকভাবে নতুন করোনা ভাইরাস সংক্রমণের বিষয়টি বিবেচনা করবে এবং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে যথাযথ প্রতিক্রিয়া দেখাবে বলে চীন আশা করে। আর চীন সরকার ভাইরাস সংক্রমণ প্রশ্নে স্বচ্ছতা, উন্মুক্ততা ও উচ্চমানের দায়িত্বশীলতার পরিচয় দিয়ে যাবে, অন্যান্য দেশের সঙ্গে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে, এবং দেশের জনগণের স্বাস্থ্য সুরক্ষায় কাজ করে যাবে।

মুখপাত্র সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সম্প্রতি কোনো কোনো দেশ ও গণমাধ্যম চরম ও অযৌক্তিক মন্তব্য করেছে। চীন তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে।

হুয়া ছুন ইং আরও বলেন, ২ ফেব্রুয়ারি দুপুর পর্যন্ত দক্ষিণ কোরিয়া, জাপান, ব্রিটেন, ফ্রান্স, তুরস্ক, পাকিস্তান, কাজাখস্তান, হাঙ্গেরি, ইরান, বেলারুশ, ইন্দোনেশিয়া এবং ইউনিসেফসহ ১১টি দেশ ও সংস্থা চীনে জরুরি সহায়তা হিসেবে চিকিৎসাসামগ্রী পাঠিয়েছে। এ ছাড়া, বিভিন্ন দেশের লোকজন আলাদা আলাদাভাবে বিভিন্ন উপায়ে চীনকে সমর্থন যুগিয়েছে। চীন এ সব দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতি কৃতজ্ঞ।

মুখপাত্র বলেন, মার্কিন সরকার চীনকে এ পর্যন্ত কোনো বাস্তব সাহায্য করেনি। অথচ চীনের এখন সবচেয়ে বেশি প্রয়োজন মাস্ক, প্রতিরোধমূলক পোশাক ও চশমার মতো চিকিৎসাসামগ্রী।(আকাশ/আলিম/সুর্বণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040