ফ্রেব্রুয়ারি ৩: উহানের জনগণের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনের দায়িত্ব পালন করছে চীনা গণমুক্তি ফৌজের সদস্যরা। আজ(সোমবার)হুপেই প্রদেশে মোতায়েন গণমুক্তি ফৌজের ৫৩টি ট্রাক উহানে পণ্য পরিবহন করে।
সম্প্রতি নতুন করোনা ভাইরাসের প্রকোপের ফলে উহান শহরের পণ্যপরিবহন ক্ষমতা হ্রাস পায়। এই প্রেক্ষাপটে চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের নির্দেশে গণমুক্তি ফৌজ পণ্য পরিবহনের দায়িত্ব পালন শুরু করে।
পরিবহনদলে রয়েছেন মোট ২৬০ জন কর্মকর্তা ও সৈনিক। তারা মোট ১৩০টি সামরিক ট্রাকের মাধ্যমে পণ্য পারিবহনের কাজ করছেন। (আকাশ/আলিম/সুবর্ণা)