চীনে চিকিত্সা-সামগ্রী পাঠিয়েছে ১১টি দেশ ও ইউনিসেফ
  2020-02-03 19:55:07  cri
ফেব্রুয়ারি ৩: আজ (সোমবার) চীনা মুখপাত্র হুয়া ছুন ইং বলেন, রোববার দুপুর পযন্ত ১১টি দেশ ও ইউনিসেফের দেওয়া চিকিত্সা-সামগ্রী চীনে পৌঁছেছে। এসব দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতি চীন কৃতজ্ঞ।

মুখপাত্র আরও বলেন, চীনে নতুন করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর বিশ্বের অনেক দেশ বিভিন্নভাবে সমর্থন ও সমযোগিতা করেছে। জাপান, দক্ষিণ কোরিয়া, ব্রিটেন, ফ্রান্স, পাকিস্তানসহ ১১টি দেশ ও ইউনিসেফ জরুরি সাহায্য হিসেবে চিকিত্সা-সামগ্রী পাঠিয়েছে। বর্তমানে মহামারী প্রতিরোধে চীনের সবচেয়ে বেশি প্রয়োজন পর্যাপ্ত মুখোশ, প্রতিরক্ষামূলক পোশাক ও চশমা। (সুবর্ণা/আলিম/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040