সম্প্রতি কোনো কোনো দেশ চীনা নাগরিকদের সেসব দেশে ভ্রমণ নিষিদ্ধ করেছে এবং নিজেদের নাগরিকদের চীনে ভ্রমণের ওপরও কমবেশি নিষেধাজ্ঞা জারি করেছে। তা ছাড়া, গত ১৪ দিনের মধ্যে চীনে ভ্রমণকারী বিদেশিদেরও যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষিদ্ধ করেছে ওয়াশিংটন। এ সম্পর্কে মুখপাত্র হুয়া বলেন, চীনের মহামারী প্রতিরোধে নেওয়া পদক্ষেপ বিশ্বের অধিকাংশ দেশের প্রশংসা ও সমর্থন পেয়েছে। চীনা নাগরিকদের বিদেশে সফরের ব্যাপারেও যথেষ্ট পূর্বসতর্কতা দেখিয়ে আসছে বেইজিং। এরই মাঝে ওয়াশিংটন ভাইরাস প্রতিরোধের নামে যা করেছে, তা অগ্রহণযোগ্য।
মুখপাত্র অভিযোগ করেন, এ পর্যন্ত মার্কিন সরকার চীনকে কোনো বাস্তব সহযোগিতা দেয়নি। অথচ তারা সর্বপ্রথমে উহান থেকে মার্কিন কন্সুলেটের কর্মীদের প্রত্যাহার করেছে ও ভাইরাসের সংক্রমণ নিয়ে অহেতুক ভীতি সঞ্চার ও অসত্য তথ্য প্রচার অব্যাহত রেখেছে।
মুখপাত্র বলেন, শুরু থেকেই চীন নতুন করোনা ভাইরাসের আক্রমণ সম্পর্কে হালনাগাদ তথ্য প্রকাশ করে আসছে। পাশাপাশি, এই ভাইরাস যাতে দেশের অভ্যন্তরে ও বিদেশে সহজে ছড়িয়ে পড়তে না-পারে, তা নিশ্চিত করতে চীন সরকার কঠোর ব্যবস্থাও গ্রহণ করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক এ ব্যাপারে চীনের ভূয়সী প্রশংসাও করেছেন। তিনি বলেছেন, চীনের বিভিন্ন পদক্ষেপ 'আন্তর্জাতিক জরুরি জনস্বাস্থ্য সমস্যা মোকাবিলার' ক্ষেত্রে দৃষ্টান্তস্বরূপ। তিনি চীনের বিরুদ্ধে সম্ভাব্য বাণিজ্যিক বা ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের বিরুদ্ধেও কথা বলেছেন। (সুবর্ণা/আলিম/আকাশ)