ফেব্রুয়ারি ৩: চীনের উপ-পরিবহনমন্ত্রী লিউ সিয়াও মিং আজ (সোমবার) বেইজিংয়ে জানান, দেশব্যাপী পণ্যসামগ্রীর পরিবহনকাজ সুষ্ঠুভাবে চলছে।
তিনি বলেন, সরকার হুপেই প্রদেশে নতুন করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই এবং নিত্য-প্রয়োজনীয় পণ্য, কয়লা ও প্রাকৃতিক গ্যাসের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছে। গতকাল (রোববার) চীনের সকল সড়কপথের সবুজ চ্যানেলে মোট ১৭ হাজার বার গাড়ি যাতায়াত করে। এর মধ্যে ৮৩৬২ বার সংশ্লিষ্ট গাড়িগুলো গিয়েছে হুপেই প্রদেশে। (শিশির/আলিম)