নতুন করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ শীর্ষ গ্রুপের সভায় প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং
  2020-02-03 15:58:06  cri
 

ফ্রেব্রুয়ারি ৩: গতকাল (রোববার) বেইজিংয়ে অনুষ্ঠিত হয় চীনের কেন্দ্রীয় সরকারের 'নতুন করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ শীর্ষ গ্রুপ'-এর সভা। এতে সভাপতিত্ব করেন গ্রুপের প্রধান ও দেশের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং। সভায় আরও সুষ্ঠভাবে নতুন করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের দিক্‌-নির্দেশনা দেওয়া হয়, বাজারে প্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়, এবং হুপেই প্রদেশ, বিশেষ করে উহান ও আশেপাশের গুরুত্বপূর্ণ অঞ্চলে চিকিত্সাসামগ্রীর প্রাপ্যতা নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বলা হয়, নতুন করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ শীর্ষ গ্রুপের সুপারিশে রাষ্ট্রীয় পরিষদ ইতোমধ্যেই বিভিন্ন প্রদেশে কাজের সময় ও পদ্ধতিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে। এতে ভাইরাস আরও ছড়িয়ে পড়ার ঝুঁকি হ্রাস পাবে।

সভায় আরও বলা হয়, বিভিন্ন স্থানে চিকিত্সাসামগ্রী ও নিত্য-প্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করতে হবে। হুপেই প্রদেশ, বিশেষ করে উহান শহরে চিকিত্সা-সামগ্রীর সরবরাহ নিশ্চিত করা হচ্ছে সবচেয়ে গুরুত্বপুর্ণ কাজ। দেশের অন্যান্য প্রদেশ থেকে আরও দক্ষ চিকিত্সক হুপেই প্রদেশে পাঠাতে হবে। পাশাপাশি, চিকিত্সাসামগ্রীর উত্পাদন বাড়াতে হবে।

সভায় গ্রুপের উপ-প্রধান ও সিপিসির পলিট ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য ওয়াং হু নিং এবং শীর্ষ গ্রুপের সদস্য তিং সুয়ে সিয়াং, হুয়াং খুন মিং, ছাই ছি, ওয়াং ই, সিয়াও চিয়ে, চাও খ্য চি প্রমুখ উপস্থিত ছিলেন। (আকাশ/আলিম/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040