ফেব্রুয়ারি ৩: চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সামরিক কমিশনের নির্দেশে, উহানে মোতায়েন গণমুক্তি ফৌজের সদস্যরা গতকাল (রোববার) থেকে শহরটিতে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের দায়িত্ব পালন শুরু করে। এ দিন সকাল সাতটায় গণমুক্তি ফৌজের সদস্যরা ৫০টি সামরিক ট্রাকযোগে ২০০ টনেরও বেশি পণ্য উহানের বিভিন্ন সুপার মার্কেটে পাঠায়।
জানা গেছে, মুক্তি ফৌজের ১৩০টিও বেশি সামরিক ট্রাক এবং ২৬০ জনেরও বেশি সামরিক কর্মকর্তা ও সেনা এ কাজে নিযুক্ত আছেন। (রুবি/আলিম/সুবর্ণা)