হুপেই প্রদেশে চিকিত্সাসামগ্রীর অভাব অনেকটা দূর হয়েছে: চীনা কর্মকর্তা
  2020-02-03 14:59:02  cri

ফেব্রুয়ারি ৩: চীনের হুপেই প্রদেশে চিকিত্সাসামগ্রীর অভাব অনেকটাই দূর হয়েছে। স্থানীয়ভাবে প্রয়োজনীয় সামগ্রীর উত্পাদন বেড়েছে এবং শহরে প্রতিরোধক-পোষাক ও এন.৯৫ মাস্কের সরবরাহও মোটামুটি স্থিতিশীল আছে। তবে চিকিত্সাসামগ্রীর অভাব পুরোপুরি কাটাতে সময় লাগবে। চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তা থিয়ান ইয়ু লুং আজ (সোমবার) বেইজিংয়ে এ সব কথা বলেন।

রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়ের এক প্রেস ব্রিফিংয়ে থিয়ান ইয়ু লুং আরও বলেন, গতকাল (রোববার) রাত ১২টা পর্যন্ত মন্ত্রণালয় হুপেই প্রদেশে ১ লাখ ৫৪ হাজারটি প্রতিরোধক-পোষক এবং ১ লাখ ৩৩ হাজার ৬ শটি এন.৯৫ মাস্ক পাঠিয়েছে। তা ছাড়া, ৮২টি স্বয়ংক্রিয় ইনফ্রারেড ডিটেক্টর পাঠানো হয়েছে।

ভাইরাস সনাক্তকারী রিএজেন্ট প্রসঙ্গে থিয়ান ইয়ু লুং বলেন, গত ১ ফেব্রুয়ারি এ রিএজেন্টের দৈনিক উত্পাদনের পরিমাণ ছিল ৭ লাখ ৭৩ হাজার, যা বর্তমান চাহিদা পূরণে সক্ষম। ভবিষ্যতে ভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় চিকিত্সাসামগ্রী সরবরাহ জোরদার করা হবে বলেও তিনি উল্লেখ করেন। (রুবি/আলিম/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040