'চীনের অর্থনীতির ওপর মহামারীর প্রভাব অস্থায়ী'
  2020-02-03 14:57:50  cri

ফেব্রুয়ারি: চীনের উন্নয়ন ও সংস্কর কমিশনের উপ-পরিচালক লিয়ান ওয়ে লিয়াং আজ (সোমবার) বেইজিংয়ে বলেন, নতুন করানো ভাইরাসের আক্রমণ চীনের অর্থনীতির ওপর কতটা প্রভাব ফেলবে, তা নিয়ন্ত্রণকাজের অগ্রগতি ও ফলাফলের ওপর নির্ভর করে। তবে, এ ধরনের প্রভাব হবে অস্থায়ী এবং চীনের অর্থনীতির দীর্ঘমেয়াদি উন্নয়ন-প্রবণতা এতে বদলাবে না।

এদিন রাষ্ট্রীয় পরিষদ তথ্যকার্যালয়ের এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ২০০৩ সালের সার্স মহামারীর সময়কালের তুলনায় চীনের অর্থনৈতিক ক্ষমতা, বস্তুগত ভিত্তি এবং জরুরি ঘটনা মোকাবিলার দক্ষতা এখন বেশি উন্নত। চীন সরকার মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হবে এবং অর্থনীতির ওপর এর নেতিবাচক প্রভাব সর্বনিম্ন পর্যায়ে রাখতে সক্ষম হবে বলে আশা করা যায়। (শিশির/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040