চাং সুয়েই ইউ
  2020-02-03 14:01:23  cri

চাং সুয়েই ইউ, ১৯৬১ সালের ১০ জুলাই চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি হলেন হংকংয়ের বিখ্যাত কন্ঠশিল্পী এবং অভিনেতা।

ছোটবেলা থেকেই চাং সুয়েই ইউ গাই গাইতে অনেক পছন্দ করতেন । মাধ্যমিক স্কুলের সময় তিনি বন্ধুর সঙ্গে সঙ্গীত ব্যান্ড গঠনের চেষ্টা করেছিলেন। উচ্চ বিদ্যালয় থেকে স্নাতক হওয়ার আগে তিনি বিদ্যালয়ের সঙ্গীত প্রতিযোগিতায় অংশ নিয়ে দ্বিতীয় পুরস্কার পান।

১৯৮৪ সালে হংকংয়ের অপেশাদার সঙ্গীত প্রতিযোগিতায় অংশ নিয়ে চাং সুয়েই ইউ আনুষ্ঠানিকভাবে সঙ্গীতের জগতে প্রবেশ করেন। ১৯৮৫ সালে চাং সুয়েই ইউ-এর প্রথম অ্যালবাম 'স্মাইল' প্রকাশিত হয়। একই বছর 'দূরের সেই মেয়ে' গানটির কারণে চাং সুয়েই ইউ সঙ্গীত মহলে বিখ্যাত হয়ে ওঠেন। এর পর চাং সুয়েই ইউ পৃথক পৃথকভাবে 'লি সিয়াং লান', 'চুমু দিয়ে বিদায় করা', 'শুভ কামনা' এবং 'তোমাকে ভুলে যেতে আমি পারবো না'সহ কয়েকটি গান প্রকাশ করেন। এসব গান তাঁর প্রতিনিধিত্বকারী গানে পরিণত হয়।

১৯৯৫ সালে চাং সুয়েই ইউ টানা দুই বছর ধরে 'ওয়াল্ড মিউজিক অ্যাওয়ার্ডসের' বিশ্বে সবচেয়ে বেশি অ্যালবাম বিক্রির চীনা কন্ঠশিল্পীর পুরস্কার পেয়েছেন।

১৯৯৮ সালে চাং সুয়েই ইউ নবম তাইওয়ানের গোল্ডেন ম্যালডি অ্যাওয়ার্ডসের শ্রেষ্ঠ পুরুষ কন্ঠশিল্পীর পুরস্কার লাভ করেন। ২০০১ সালে চাং সুয়েই ইউ ২৩তম The Golden Needle Award পান।

২০০৭ সালের মার্চ মাস থেকে ২০০৮ সালের জানুয়ারি মাস পর্যন্ত চাং সুয়েই ইউ ১০৫টি ওয়াল্ড ট্যুর কনসার্ট আয়োজন করেন। এর জন্য তার নাম গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পায়।

২০১০ সালের ২৯ জানুয়ারি, চাং সুয়েই ইউ জাজ স্টাইলের অ্যালবাম 'private corner' প্রকাশ করেন।

২০১০ সালের ডিসেম্বর মাসে, চাং সুয়েই ইউ 'অর্ধেক শতাব্দী' নামের ওয়াল্ড ট্যুর কনসার্ট আয়োজন করেন। ২০১২ সালের মে মাসে, এই কনসার্ট হংকংয়ে সমাপ্ত হয়। চাং সুয়েই ইউ ১৮ মাসের মধ্যে ৭৭টি শহরে ১৪৬টি 'অর্ধেক শতাব্দী' নামের কনসার্ট আয়োজন করেন। এর মাধ্যমে তিনি নিজের গিনেস ওয়াল্ড রেকডর্স ভেঙে দেন।

২০১৩ সালের অক্টোবর মাসে, চাং সুয়েই ইউ-এর গান 'বাকি জীবন দিয়ে ভালোবাসবো' প্রকাশিত হয়। ডিসেম্বর মাসে তাঁর অ্যালবাম 'জেগে জেগে স্বপ্ন দেখব' বাজারে আসে।

২০১৫ সালের ২৪ মে, চাং সুয়েই ইউ 'Wake up Dreaming'নামের কনসার্ট আয়োজন করেন।

২০১৮ সালে চাং সুয়েই ইউ পর্যায়ক্রমে চীন, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ায় ওয়ার্ল্ড ট্যুর কনসার্ট আয়োজন করেন।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী চাং সুয়েই ইউ-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/আলিম/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040