সোদাগ্রিন
  2020-02-03 13:59:35  cri

সোদাগ্রিন, চীনের তাইওয়ান প্রদেশের একটি সঙ্গীত ব্যান্ড। ব্যান্ডের সদস্য ছয় জন। তাদের নাম উ ছিং ফেং, সি জুন ওয়েই, সিয়ে সিন ই, কুং ইয়ু ছি, লিউ জিয়া খাই এবং হ্য জিং ইয়াং।

২০০১ সালে বিশ্ববিদ্যালয়ে সোদাগ্রিন ব্যান্ড গঠিত হয়। একই বছরের মে মামে, ব্যান্ডটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রথমবারের মত গান পরিবেশন করে।

২০০৩ সালে সোদাগ্রিন ব্যান্ডের সদস্যসংখ্যা ছয় জনে দাঁড়ায়। একই বছর বিশ্ববিদ্যালয়ের ১৮তম সঙ্গীত পুরস্কার প্রতিযোগিতায় অংশ নিয়ে ব্যান্ডটি সবচেয়ে জনপ্রিয় সঙ্গীত ব্যান্ডের পুরস্কার জিতে নেয়।

২০০৪ সালের মে মাসে, সোদাগ্রিনের প্রথম গান 'বাতাসের শোনা ও দেখা' রিলিজ হয়। এর মাধ্যমে ব্যান্ডটি আনুষ্ঠানিকভাবে চীনা ভাষার সঙ্গীতমহলে পা রাখে। একই বছর সোদাগ্রিনের 'উড়ো মাছ' এবং 'believe in music' বাজারে আসে। সোদাগ্রিন সেই বছর শ্রেষ্ঠ ব্যান্ডের পুরস্কার পায়।

২০০৫ সালে সোদাগ্রিনের প্রথম অ্যালবাম 'সোদাগ্রিন' রিলিজ হয়। ২০০৭ সালে সোদাগ্রিন ১৮তম তাইওয়ানের 'গোল্ডেন ম্যালোডি আওয়ার্ডসের' শ্রেষ্ঠ ব্যান্ডের পুরস্কার লাভ করে। একই বছরের নভেম্বর মাসে, সোদাগ্রিনের অ্যালবাম 'অতুলনীয় সুন্দর' প্রকাশিত হয়। ৩ নভেম্বর তাইওয়ানের তাইপেই শহরে সোদাগ্রিনের 'অতুলনীয় সুন্দর' শীর্ষক কনসার্ট আয়োজিত হয়।

২০০৮ সালে সোদাগ্রিন ১৯তম তাইওয়ানের 'গোল্ডেন ম্যালোডি অ্যাওয়ার্ডসের' শ্রেষ্ঠ ব্যান্ডের পুরস্কার জিতে নেয়।

২০০৯ সালের মে মাসে, সোদাগ্রিনের আরেকটি অ্যালবাম 'বসন্ত, সূর্যের আলো' রিলিজ হয়। একই বছরের সেপ্টেম্বর মাসে সোদাগ্রিনের অ্যালবাম 'গ্রীষ্মকাল, অনুরাগ' প্রকাশিত হয়।

২০১৩ সালে সোদাগ্রিনের অ্যালবাম 'শরত্কাল, গল্প' বাজারে আসে। এই অ্যালবাম ২০১৩ সালে iTunes Store –এর সবচেয়ে জনপ্রিয় অ্যালবাম নির্বাচিত হয়।

২০১৪ সালে সঙ্গীতমহলে যোগ দেয়ার দশ বছর পূর্তিতে সোদাগ্রিন ১১ জানুয়ারি চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে ওয়াল্ড ট্যুর কনসার্ট আয়োজন করে।

২০১৫ সালের শরত্কালে সোদাগ্রিনের নতুন অ্যালবাম 'শীতকাল শেষ নয়' বাজারে আসে। একই বছরের ডিসেম্বর মাসে সোদাগ্রিন চীনের চেচিয়াং টেলিভিশনের নববর্ষের কনসার্টে গান পরিবেশন করে।

২০১৬ সালে সোদাগ্রিন সঙ্গীত ব্যান্ড ২৭তম তাইওয়ানের গোল্ডেন ম্যালডি আওয়ার্ডসের 'শ্রেষ্ঠ অ্যালবাম', 'শ্রেষ্ঠ সঙ্গীত ব্যান্ড' এবং 'শ্রেষ্ঠ প্রযোজকের' পুরস্কার লাভ করে।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় সঙ্গীত ব্যান্ড সোদাগ্রিন-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/আলিম/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040