ফেব্রুয়ারি ৩: চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে রোববার চীনের ৩১টি প্রদেশ, স্বায়ত্তশাসিত অঞ্চল, কেন্দ্রশাসিত শহর এবং সিনচিয়াংয়ের সেনা গ্রুপে নতুন করোনা ভাইরাসে আক্রান্ত ২৮২৯জন নতুন রোগী পাওয়া গেছে। এর মধ্যে গুরুতর রোগী ১৮৬জন এবং আরও ৫৭জন মারা গেছে। নিহতদের মধ্যে হুপেই প্রদেশে ৫৬জন এবং ছংছিং শহরে ১জন মারা গেছে। হাসপাতাল থেকে ১৪৭জন সুস্থ হয়ে ঘরে ফিরেছে; এর মধ্যে হুপেই প্রদেশে সুস্থ হয়েছে ৮০জন। পাশাপাশি, নতুন ৫১৭৩জন ভাইরাসে আক্রান্ত মানুষ খুঁজে পাওয়া গেছে।
রোববার মধ্যরাত পর্যন্ত গোটা চীনের ৩১টি প্রদেশ, স্বায়ত্তশাসিত অঞ্চল, শহর এবং সিনচিয়াংয়ের সেনা গ্রুপে আক্রান্ত রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৭,২০৫জন। এর মধ্যে ২২৯৬জনের অবস্থা গুরুতর। রোববার পর্যন্ত চীনে মারা গেছে ৩৬১জন এবং সুস্থ হয়েছে ৪৭৫জন। এ ছাড়া, সর্বমোট ২১,৫৫৮জন ভাইরাসে আক্রান্ত হয়েছে।
মূল-ভূভাগের বাইরে চীনের হংকংয়ে ১৫জন, ম্যাকাওয়ে ৮জন এবং তাইওয়ানে ১০জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
(ছাই/তৌহিদ/আকাশ)