'নারীর হৃদয়'
  2020-02-05 11:32:47  cri


বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের একজন বিখ্যাত্ লোকসংগীতজ্ঞের সঙ্গে পরিচয় করিয়ে দিবো। তিনি হলেন হ্যনান প্রদেশের সংগীতজ্ঞ সমিতির সদস্য। বর্তমান তিনি হ্যনান প্রদেশের চেংচৌ শহরের বিদ্যুত্ সরবরাহ কোম্পানিতে কাজ করছেন। তাঁর প্রিয় চীনা বাদ্যযন্ত্র ফিফাকে ইংরেজিতে লুট (Lute)। যখন ফিফার কথা বলা হয়, তখন ছেন ওয়েইয়ের মুখে উত্তেজনায় ভরে যায়। কয়েক দশক ধরে ফিফা তাঁর জীবনের সঙ্গে একাকার হয়ে আছে। এখন শোনাবো তাঁর ফিফা সংগীত 'বিচ্ছেদের পর আমাকে আমাকে বিরক্ত করবে না'।

আশা করি, বন্ধুরা সংগীতটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন ছেন ওয়েই'র বাজানো 'বিচ্ছিন্নতার পর আমাকে বিরক্ত করবে না' শীর্ষক সংগীত। ফিফা চীনের প্লাকেট বাদ্যযন্ত্রের প্রথম স্থানে রয়েছে। কাঠ ও বাঁশ দিয়ে ফিফা তৈরি করা হয়। চীনের পাশাপাশি পূর্ব এশিয়ায় ফিফার সংগীত খুবই জনপ্রিয়। ফিফার দুই হাজারেরও বেশি সময়ের ইতিহাস রয়েছে। চীনের ছিন রাজবংশ আমলে (খ্রিষ্টপূর্ব ২২১-২০৭ সাল) জনপ্রিয় হয়ে ওঠে। বন্ধুরা, এখন শোনাবো ছেন ওয়েইয়ের বাজানো ফিফা সংগীত 'পুরানো স্থানে বৃষ্টি'। আশা করি, বন্ধুরা সংগীতটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন ছেন ওয়েইয়ের বাজানো 'পুরানো স্থানে বৃষ্টি' শীর্ষক সংগীত। ছেন ওয়েই ছয় বছর বয়স থেকে ফিফা শেখা শুরু করেন। তিনি বলছিলেন, আমি শুধুমাত্র একবার ফিফার সংগীত শুনি, তারপরই ফিফা বাজানোর চেষ্টা করি। আমি ফিফা শিখতে খুবই পছন্দ করতাম। ছোটবেলা থেকে আমার বাবা আমাকে ফিফা শেখায় সমর্থন দিতেন। কারণ আমার বাবা একজন সংগীত প্রেমিক।

বন্ধুরা, এখন শোনাবো তাঁর বাজানো 'নারীর হৃদয়' শীর্ষক গান। চীনা মানুষ মনে করে, নারী হলো পানি দিয়ে তৈরি। নারীরা কোমল হয়ে থাকে। চলুন, আমরা একসঙ্গে সংগীতটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন ছেন ওয়েইয়ের বাজানো 'নারীর হৃদয়' সংগীত। ফিফা ছাড়াও ছেন ওয়েই বেশ কিছু চীনা ঐতিহ্যগত বাদ্যযন্ত্র বাজাতে পারেন। তিনি প্রতিদিন বাদ্যযন্ত্র বাজানোর প্রশিক্ষণ নেন। তিনি অনেক প্রাচীন বাদ্যযন্ত্র কিনেছেন। এসব বাদ্যযন্ত্র হলো তাঁর সম্পদ। তাঁর প্রথম শিক্ষক হলেন তাঁর বাবা। আগে বাবাও ব্যান্ডে বাদ্যযন্ত্র বাজাতেন। তিনি ছোটবেলা থেকেই একবার সংগীত শুনে তা মনে রাখার মতো যোগ্য ছিলেন। তিনি নিজের সংগীত প্রতিভা দিয়ে সংগীত জগতে সাফল্য অর্জন করেছেন। ১০ বছর বয়সী ছেন ওয়েই চেংচৌ শহরের বিভিন্ন মঞ্চে গান পরিবেশনা শুরু করেন।

বন্ধুরা, এখন শোনাবো তাঁর সংগীত 'ভাঙ্গা হৃদয় বিচ্ছিন্ন হবে না' নামের সংগীতটি। আশা করি, বন্ধুরা এ সুন্দর সংগীতটি পছন্দ করবেন।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনও পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/তৌহিদ/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040